বিরহের কথা চিন্তা করার মত সময় নিজেকে কখনও দিবেন না!
বিরহের কথা চিন্তা করা বাদ দিয়ে নিজেকে নিয়ে ভাবুন। জীবনে অনেক কিছু আসবে, আবার হারিয়েও যাবে, এটাই প্রকৃতির নিয়ম। কাজকে প্রাধান্য দিন, ভালো থাকবেন। জীবনে চলার পথে ব্যর্থতা, অপ্রাপ্তি, হতাশা, পরাজয় ইত্যাদি আমাদের নিত্য দিনের সঙ্গী। সুতরাং এ সব বিষয় নিয়ে ভাববেন না। নিজেকে বুঝান এবং কর্ম মুখর জীবনের কর্ম ব্যস্ততা নিজের মধ্যে আনুন। বিচ্ছেদ … Read more