বেশী সুবিধা চাওয়া, লোভ এবং স্বার্থপরতার অন্য রূপ!
বেশী সুবিধা পাওয়ার আকাংখা একজন মানুষের ভিতরের লোভকে নির্দেশ করে। ধরুন, দশ জন লোক দশটি খাবারের প্যাকেট নিয়ে বসে আছেন। তাদের মধ্যে আমিও আছি। আমার মনোভাব এমন, নিজের খাবারের প্যাকেট তো চাইই। অন্যদের খাবারের প্যাকেট দেখে তাও নিতে ইচ্ছে করছে। মানে, এটা দাও, সেটা দাও, গিভ মি অল, জাতীয় মনোভাব। নিজের কাজের বিনিময়ে যা পাবো … Read more