হাসি একটা অদ্ভুত গুণ, এটা যে কারও জীবন বদলে দিতে পারে, অথচ আপনার ক্ষতি নেই। বাস্তবে কখনও কাউকে কোন কিছু না দিতে পারলেও অন্তত তাকে আপনার অন্তর এবং মুখের স্নিগ্ধ হাসিটা উপহার দিন। হয়তো, আপনার হাসির প্রভাবে তার জীবন বদলে যেতে পারে। অথবা আবার এমনও হতে পারে, আপনি যে হাসি টুকু তাকে উপহার দিলেন, এর কারণে আপনার জীবনই বদলে যাবে। সব চেয়ে মজার বিষয় হলো, আপনার এ হাসির উপহারে কারও লাভ বা ক্ষতি হোক অথবা না হোক। আপনার কিন্তু কোন ক্ষতিই হবে না। তার মানে, যে কাউকে প্রয়োজনে বিনা ব্যয়ে আপনি এ উপহার টুকু অনায়সে দিতে পারেন।
অনেক ধরণের হাসিই আপনার মধ্যে থাকতে পারে। এখানে আমি স্নিগ্ধ, নির্মল ও পবিত্র হাসির গুণাগুণ টুকুই আলোচনায় এনেছি। আপনার মনের স্বচ্ছতা নিয়ে কারও কথার উত্তরে অথবা শান্তি ও পরিতৃপ্তিতে আপনি যে হাসিটা হাসেন তা নির্মল হাসি। চোখ মুখ শক্ত করে শুধু মাত্র মুখ মন্ডলে ইচ্ছের বিরুদ্ধে ধরে রাখা হাসিটা মেকি হাসি। যিনি সচরাচর হাসেন না, তিনি যদি হঠাৎ করে এক টুকরো হাসি দেন তবে সেটা মুচকি হাসি। কারও ক্ষতি করবার জন্য মনে মনে ফন্দি আঁটলে যে হাসি আসে তার নাম শয়তানীর হাসি। ছলনা করে বা কাউকে ঠকানোর জন্য উপরে উপরে যে হাসি ধরে রাখা হয় তাকে বলে ছলনার হাসি।
মনের স্বঃস্তফুর্ত ও প্রচন্ড আবেগ অথবা কাউকে ফাঁদে ফেলতে পারলে হঠাৎ করে উচ্চস্বরে বেড়িয়ে আসা হাসি অট্টোহাসি। সদ্য প্রসব করা সন্তানকে প্রথম কোলে তুলে নিয়ে মা যে হাসিটুকু দেন, সেটি পরিতৃপ্তি ও শান্তির হাসি। এমন এমন হাজারো হাসি এ জগতে আছে। যাক, সঙ্গত কারণে আমি এসব বিষয়ে আসছি না। আপনার ভিতরে কারও প্রতি রাগ, ক্ষোভ, বিরক্তি, হিংসা ইত্যাদি থাকতেই পারে, এটা অস্বাভাবিক কিছু নই। হঠাৎ করে রেগে যাবেন না। নিজের মেজাজটা কন্ট্রোল করতে চেষ্টা করুন। দেখবেন, আপনার পক্ষে চরম ধৈর্য্যশীলতা প্রদর্শন করা কোন ব্যাপারই না। সবাই রাগের পরিবর্তে রাগ আর কথার পৃষ্ঠে কথা কামনা করে, হাসি নই।
ভাবতে পারনে। কেউ আপনাকে বকা দিল আর তার পরিবর্তে আপনি তাকে মধুর হাসি উপহার দিলেন। সে পুরোপুরি হতভম্ব হয়ে যাবে এবং আপনার বিরুদ্ধে কোন কঠিন সিদ্ধান্ত নিতে পারবে না। কাউকে সাহায্য না করতে পারলে চেষ্টা করুন, তাকে হাসি মুখে আপনার অপরাগতা বুঝিয়ে বলতে। সে সাহায্য না পাওয়ার কষ্ট ভুলে যাবে এবং আপনার জন্য সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করবে। সব চেয়ে বড় সুবিধা হলো, আপনার শত্রুরা হচকিয়ে যাবে। তারা কোন দুর্বল পয়েন্ট না পাওয়ায় আপনার কোন ক্ষতি করতে পারবে না।