ভালোবাসা নীরবে প্রকাশ পায়, এটা বোঝার চেষ্টা করুন!

ভালোবাসা নীরবে প্রকাশ পায়, এটা বোঝার চেষ্টা করুন!

ভালোবাসা নীরবতার মাঝেও প্রকাশ পায়, এ সত্যটা বুঝতে চেষ্টা করুন! যারা এ বিষয়টি নিয়ে একটু গভীর ভাবে চিন্তা করেন তারা সহজেই এটা ধরতে পারেন। আমরা বেশীর ভাগ মানুষই ধরে নিই, ভালোবাসা বুঝি দেখানোর মত কোন বিষয়। এ ভাবনাটা ঠিক ভুল না হলেও বোঝার ক্ষেত্রে পার্থক্য তো আছেই! আমাদের বাস্তব জীবনে ভালোবাসা দেখার কোন সুযোগ নেই। এটা অনুভবে বুঝে নেয়ার বিষয়। ভালোবাসা তার স্বকীয় বৈশিষ্ট নিয়ে বিভিন্ন সময়ে ও পরিস্থিতিতে ভিন্ন ভিন্ন রুপে প্রকাশ পায়। এখানে ভালোবাসার প্রকাশ অর্থ দেখা নই, বুঝতে পারা কে ইঙ্গিত করে।

ভালোবাসা নীরবে প্রকাশ পায়, এটা বোঝার চেষ্টা করুন!

ভালবাসা এবং ভালো যে বাসি, শুধু মাত্র এই কথাটি মুখে না বলায় অনেকের বাস্তব জীবনে বেশ জটিলতার সৃষ্টি হয়। এ বিষয়টি আপাত দৃষ্টিতে স্বাভাবিক মনে হলেও তা ভালোবাসা বোঝার জন্য স্বাভাবিক কোন পদ্ধতি নই। মুখে স্বীকার করলেই যদি এটা প্রকাশ হয়ে যেত, তাহলে পৃথিবীতে কেউ আর ভালোবাসার অভাবে হতাশ হতো না। মুখভঙ্গি ছাড়া ইশারা বা আচার আচরণেও যে ভালোবাসা প্রকাশ পায়, এ বিষয়টি আমরা মাথায় রাখি না। ইশারা বা চাল চলনে ভালোবাসার প্রকাশ বোঝার জন্য বিচক্ষণতার প্রয়োজন আছে।

ভালোবাসা নীরবে প্রকাশ পায়, এটা বোঝার চেষ্টা করুন!

মমতার মধ্য দিয়ে ভালোবাসার প্রকাশ হয় সব চেয়ে বেশী। বাবা, মা এবং নিকট আত্মীয়দের ভালোবাসাগুলো এ ধরণের। আপনি খাবার খাচ্ছেন, আর বেশী কিছু খেতেও চাইছেন না। তারপরও মা বলবেন, বাবা আর একটু খাও, এটা খাও, বা ওটা একটু মুখে দাও, ইত্যাদি ইত্যাদি। এ ধরণের ভালোবাসাগুলো মমতার মাধ্যমে প্রকাশ পায়। আবার আমরা অসুখে বিসুখ অথবা বিপদে পড়লেও এ জাতীয় ভালবাসা বোঝা যায়। আসলে আমাদের জন্য কার কেমন ভালোবাসা তা এই প্রকাশের মাধ্যমে সব চেয়ে বেশী বোঝা যায়।

ভালোবাসা অধিকাংশ সময়ই খোলামেলা ভাব প্রকাশ করে। যেমন কোন কাজ যা আমার জন্য করা কষ্টকর হবে। এটা যদি আমার কোন আপনজন বোঝেন তবে তিনি বলবেন, থাক এ কাজটা তোমাকে করতে হবে না, এটা আমি করবো। এখানে আমার প্রতি সহানুভূতির সাথে সাথে তিনি স্পষ্ট ভাবে ভালোবাসা প্রকাশ করেছেন। পরিবারের কলেজে পড়ুয়া একমাত্র ছেলে টিউশনি করে নিজের লেখাপড়ার খরচ চালায়। একই সাথে সে তা থেকে কিছু টাকা পয়সা সংসারে খরচের জন্য মা এর হাতে তুলে দেয়। পরিবারের সবার প্রতি দায়িত্ব পালনের পাশাপাশি এটা তার, সবার জন্য স্পষ্ট ভালোবাসা।

ভালোবাসা নীরবে প্রকাশ পায়, এটা বোঝার চেষ্টা করুন!

কিছু কিছু ভালোবাসা অনেক সময় শাসনের মাঝেও প্রকাশ পায়। যেমন ধরুন অধিকাংশ বাবা বা গার্জিয়ানরা আমাদের ভালোর জন্য অনেক সময়ই আমাদের শাসন করে থাকেন। এ ক্ষেত্রে আমরা যদি শুধু তাদের শাসনটাই দেখে থাকি তা হলে ভুল হবে। যেখানে আমাদের জন্য শাসনের মাঝেও প্রচন্ড রকম ভালোবাসা থাকে। আমাদের জন্য শিক্ষক বা প্রশিক্ষকের ভালোবাসা অনেকটাই এ ধরনের ভালোবাসা। সুতরাং রাগের মাঝেও ভালোবাসার বহিঃপ্রকাশ হয়।

ভালোবাসা নীরবে প্রকাশ পায়, এটা বোঝার চেষ্টা করুন!

জগতে স্বামী, স্ত্রী, প্রেমিক, প্রেমিকার মধ্যে ভালবাসা  অনেকটা বহুরুপীর মত। এসব ক্ষেত্রে কখনও কখনও সামান্য রাগ, অভিমান, কামনা, বাসনা, দৈহিক, মানসিক শান্তি ও তৃপ্তি, স্বার্থ চিন্তা সময়ে সময়ে প্রকাশ পায়। এমন ভালবাসা সরাসরি অনুভব বা নীরব দুটো ক্ষেত্রেই প্রকাশ পেতে পারে। বন্ধুর প্রতি বন্ধুর ভালবাসা হলো প্রকাশিত ও অধিকাংশ ক্ষেত্রে স্বার্থ বিবর্জিত প্রকৃত ভালবাসা। সুতরাং ধরে নিতে পারি ভালোবাসা স্পষ্ট, বহুরুপী ও নিঃস্বার্থ। একই সাথে ভালোবাসা গোপনীয়ও বটে।

বর্তমান যুগে আধুনিকতার ছোঁয়ায় প্রায় বেশীর ভাগ তরুণ তরুণীর মধ্যে এক ধরণের ভালবাসা দেখা যায়। যা লালসা, মিথ্যা, স্বার্থপরতা এবং দৈহিক কামনা বাসনা দ্বারা চালিত এক ধরনের নোংরা মনোঃবৃত্তির প্রকাশ মাত্র। যাকে আমরা ভালবাসা বলে অভিহিত করলেও এটা কখনই তেমন পর্যায়ে পড়ড়ে না। সমকালে সামাজিক, নৈতিক ও মানসিক অবক্ষয়ের জন্য এ জাতীয় ভালবাসা অনেকটাই দায়ী। এ জাতীয় ভালোবাসা আসলে স্বার্থ এবং লালসার একটি অন্য রুপ মাত্র। বর্তমান তরুণ সমাজের প্রায় সব সমস্যার জন্য মুলতঃ এ ধরণের ভালোবাসাই দায়ী।

ভালোবাসা নীরবে প্রকাশ পায়, এটা বোঝার চেষ্টা করুন!

যা হোক আমরা স্বভাবতই ভালোবাসাকে তার বাহ্যিক এবং বহিঃ প্রকাশের দিক দিয়ে দেখি আর বাস্তবতার সাথে তুলনা করে হতাশ হই। বস্তুত ভালোবাসা বিভিন্ন রুপে, রঙ্গে এবং আংগিকে তার স্বরুপ প্রকাশ করে। আমরা প্রায় সবাই সেটা বুঝতেও পারিনা তার সবচেয়ে বড় কারণ হলো বর্তমান প্রেক্ষাপটের সমসাময়িক স্বার্থচিন্তা। সাধুবাদ জানাই তাদের যারা ভালোবাসার প্রকৃত রূপ চিনতে পেরেছেন। ভালবাসা স্বর্গীয় আর তেমন ভাবেই যেন তা সবার মাঝে ছড়িয়ে পরে এমনই হোক সকলের প্রত্যাশা।

Leave a Reply