ব্যর্থতাকে মেনে নেয়া জীবনে সফলতা লাভের জন্য গুরুত্বপূর্ণ। সফলতার মত ব্যর্থতাকে হাসিমুখে মেনে নেয়া উচিত। আমাদের প্রায় সবার স্বভাব হলো সামান্য পরাজয়, ব্যর্থতা বা হেরে যাওয়াতে অস্থির ও আশাহত হওয়া। হার জিত, সফলতা ব্যর্থতা বা জয় পরাজয় একটি স্বাভাবিক প্রক্রিয়া এবং পর্যায়ক্রমে আসে। যদি তাই হয়, তবে জয়, সাফল্য বা জেতাকে যেমন সাদরে গ্রহণ করি। ঠিক তেমনই পরাজয় বা ব্যর্থতাটাও হাসি মুখে গ্রহণের মানসিকতা থাকা দরকার। এতে আপনি দুই দিক থেকে লাভবান হবেন। এক, আপনার মন মানসিকতা একটি স্থিতিশীল পর্যায়ে থাকবে। যার ফলে বিকল্প উপায়, পথ বা পন্থা বের করা আপনার জন্য খুবই সহজ হবে।
দুই, প্রথম পদক্ষেপে ব্যর্থতা আসলে। জীবনে সফলতা লাভের জন্য আপনার বেছে নেয়া বিকল্প পথ ধরে সাবলীলতার সাথে এগুতে পারবেন। এ জীবনের জ্ঞান দর্শন বলে প্রায় সব লোকই তাদের কাজে ব্যর্থতায়। ভেঙ্গে পড়ে, সিদ্ধান্তহীনতায় ভোগ এবং এক পর্যায়ে তারা সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে যান। জীবনের যুদ্ধে এটা সফলতার পরিবর্তে ধ্বংসের বিষ পান করার মত। অনেককেই আছেন যারা, ব্যর্থতাকে স্বাভাবিক ভাবে মেনে নেন। তারাই নতুন উদ্দ্যম ও অনুপ্রেরণার আশায় বুক বেঁধে উন্নতির পথে সামনে এগিয়ে চলছেন।
জীবনে সফলতার সূর্য্যকে ছিনিয়ে আনতে হলে। সব বিষয়কে স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে দেখুন এবং মেনে নিন। কারণ সাফল্যের চেষ্টাতে এ সবের কোন বিকল্প নেই। যদি জীবনে ভালো থাকতে চান, সফলতার সোনালী সূর্য্যকে স্পর্শ করতে চান। তবে ব্যর্থতাকে মেনে নেয়ার মানসিকতা তৈরী করুন। এক জন মানুষের ব্যর্থতায় মুখ থুবড়ে পড়া থেকে কত বার উঠে দাঁড়িয়েছেন, কত বার সফলতার দিকে ঘুরে দাঁড়িয়েছেন। সেই ভিত্তিতে তার মুল্যায়ন হওয়া উচিত। যদি জীবনে সফলতা চান, ব্যর্থতাকে হাসি মুখে মেনে নিন। দেখবেন, ব্যর্থতা আপনার আশ পাশে ভিড়তেই পারবে না। এর ফলে আপনি পাবেন গৌরবময় সাফল্য ভরা সুন্দর জীবন।
জয় পরাজয় জীবনের স্বাভাবিক প্রাপ্তি ও প্রক্রিয়া মাত্র। একাধারে শুধু জয়কে মেনে নেব, ব্যর্থতাকে গ্রহণ করবো না এমন মানসিকতা জীবনে সাফল্য লাভের অন্তরায়। ব্যর্থতাকে মেনে নেয়ার মানসিকতা পরিস্থিতি মোকাবেলার জন্য মনকে একটা আগাম প্রস্তুতি যোগাতে সাহায্য করে। সুতরাং আপনার এই মানসিকতা উন্নতির পথ হতে আপনার বিচ্যুত হওয়া রোধ করবে।